অাকাশ জাতীয় ডেস্ক:
হিলি সীমান্তে ট্রেনের ধাক্কায় এক অজ্ঞাত (৫০)ব্যক্তি নিহত হয়েছেন। রোববার বেলা সোয়া ১১টার দিকে স্থলবন্দরের নওপাড়া এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। ধাক্কায় নিহত হওয়া ওই ব্যক্তির মরদেহ পুলিশ উদ্ধার করেছে।
স্থানীয়রা জানান, সকাল থেকেই ওই ব্যক্তিটি রেললাইনের ওপরে ঘোরাফেরা করছিল। এ সময় দিনাজপুর থেকে ঢাকাগামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের সঙ্গে ধাক্কা খেয়ে তিনি পড়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
হাকিমপুর থানার এসআই আরিফ জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তার পরিচয় জানার চেষ্টা চলছে।
আকাশ নিউজ ডেস্ক 
























