চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারঘোরিয়া স্লুইসগেট এলাকায় শনিবার ভোররাতে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির এক সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। এ সময় তার কাছ থেকে আধা কেজি গানপাউডার উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত জেএমবি সদস্যর নাম মোস্তফা জামাল। সে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার চরমোহনপুর গ্রামের ইয়াসিন আলীর ছেলে।
9জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) সবুর খান জানান, শিবগঞ্জে জঙ্গি অভিযান ও নাচোলের দুটি মামলায় গ্রেফতার হয়ে প্রায় ৯ মাস কারাগারে বন্দি ছিল জেএমবি সদস্য মোস্তফা জামাল। সম্প্রতি জামিনে কারাগার থেকে ছাড়া পায় সে। শনিবার ভোর সাড়ে ৪টার দিকে সদর উপজেলার বারঘোরিয়া স্লুইসগেট এলাকায় অনুসারীদের নিয়ে বৈঠক করার সময় সেখানে অভিযান চালায় গোয়েন্দা পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে গেলেও আধা কেজি গানপাউডারসহ গ্রেফতার করা হয় মোস্তফাকে। এ ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 
























