অাকাশ বিনোদন ডেস্ক:
রূপের গ্ল্যামার আর অভিনয় দক্ষতা দিয়ে দুই যুগের বেশি সময় নিজের জনপ্রিয়তা ধরে রেখেছেন তিনি। বলছি জনপ্রিয় অভিনেত্রী মৌসুমীর কথা। হ্যাঁ, চলচ্চিত্রে নিয়মিত হলেও এই অভিনেত্রী প্রায়শই দেখা দেন ছোট পর্দায়। আসন্ন কোরবানির ঈদ উপলক্ষে আবারো তিনি নাটকে অভিনয় করেছেন। নাটকটির নাম ‘টাইম মেশিন’।
তারিক মুহাম্মদের রচনা ও পরিচালনায় ‘টাইম মেশিন’-এ মৌসুমীর সঙ্গে অভিনয় করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা অপূর্ব। এই নিয়ে তৃতীয়বার জুটিবদ্ধ হলেন অপূর্ব-মৌসুমী। এছাড়া বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন আলভী, আল মনসুর প্রমুখ।
নাটকটিতে মৌসুমীকে দেখা যাবে একজন সাংবাদিকের চরিত্রে। অন্যদিকে অপূর্ব অভিনয় করেছেন একজন বিজ্ঞানীর চরিত্রে। টাইম মেশিনে করে এ দুজনকে দেখা যাবে আশির দশকে ফিরে যেতে। তারপর গল্পে নেবে নানা বাঁকবদল।আসছে ঈদে একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচারিত হবে ‘টাইম মেশিন’।
আকাশ নিউজ ডেস্ক 






















