আকাশ বিনোদন ডেস্ক:
সানি লিওন যে আগে পর্নস্টার ছিলেন, তবে বেশ কয়েক বছর হল তিনি সেই ইমেজ ছেড়ে পা রেখেছেন বলিউডে। কিন্তু পুরানো পরিচয় যেন তার পিছু ছাড়ছে না। এবার অনালইনে সেই ইস্যুতেই ট্রোল করা হল তাকে।
সুস্থ সুন্দর জীবন কাটাচ্ছেন তিনি। তবে সানি ও তার স্বামীর একটি ছবি ট্রোলের মুখে পড়েছে। তার ইন্সটাগ্রাম ভরে গিয়েছে নোংরা সব কমেন্টে।
সানির কাঁধে মাথা রেখে ঘুমাচ্ছেন তার স্বামী ড্যানিয়েল, এরকমই একটি সেলফি পোস্ট করেছেন সানি লিওন। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন “Nite nite y’all!!”
এই ছবির নিচে কেউ লিখেছেন, ‘কি করে বিয়ে হল? ইনি তো পর্নস্টার, আবার বিবাহিত নাকি?’ অন্য একজন লিখেছেন, ‘যখন সানি সঙ্গে আছেন, তখন ঘুম আসে কি করে?’
আকাশ নিউজ ডেস্ক 






















