অাকাশ জাতীয় ডেস্ক:
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মথুরাপুর ইউনিয়নের শালিমপুর এলাকায় কুদরত আলী নামে এক ব্যক্তিকে তার দ্বিতীয় স্ত্রী মারুফা খাতুন গলাকেটে হত্যা করেছে বলে খবর পাওয়া গেছে। পুলিশ রবিবার নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
পুলিশ হত্যায় ব্যবহৃত রক্তমাখা ছুরি, হাতুড়িসহ দ্বিতীয় স্ত্রী মারুফা খাতুনকে আটক করেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, উপজেলার খলিশাকুন্ডি এলাকার ওয়ারেশ আলীর ছেলে কুদরত আলী দুই স্ত্রী নিয়ে বেশ কিছুদিন ধরে শালিমপুর এলাকায় বসবাস করে আসছিল। পারিবারিক বিরোধের জের ধরে তার দ্বিতীয় স্ত্রী শনিবার মধ্যরাতে কুদরত আলীকে নিজের ঘরে ঘুমন্ত অবস্থায় ছুরি গলাকেটে হত্যা করে পাশের ডাকবাংলোর পেছনে আম বাগানে ফেলে রাখেন। খবর পেয়ে রবিবার সকাল ১০টার দিকে লাশ উদ্ধার করে পুলিশ।
দ্বিতীয় স্ত্রী মারুফা খাতুনের অনৈতিক সম্পর্কে বাধা দেয়ায় এ ঘটনা ঘটতে পারে বলে এলাকাবাসী ধারণা করছেন।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ দারা খান জানান, নিহতের ঘর থেকে রক্তমাখা ছুরি ও হাতুড়ি পাওয়া গেছে। ঘরে পড়ে থাকা রক্ত মুছে ফেলার নমুনা পাওয়া গেছে। পারিবারিক কলহের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।
আকাশ নিউজ ডেস্ক 
























