অাকাশ জাতীয় ডেস্ক:
নাটোরের গুরুদাসপুরে পুকুরে ডুবে চার শিশুর মৃত্যু হয়েছে। শনিবার উপজেলার নারায়ণপুর গ্রামে এ ঘটনা ঘটে। মৃত শিশুরা হলো, ওই গ্রামের কৃষক মো. শিমুলের দুই মেয়ে সন্ধ্যা (৫), রাত্রি (৩) ও মো. মিন্টু মিয়ার মেয়ে মেঘলা (৫) এবং ছেলে রাব্বানি (৩)।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বিকেলে ওই চার শিশু নিখোঁজ হয়। পরে তাদের অনেক খোঁজ করেও সন্ধান পাওয়া যায় না। অবশেষে রাত ৮টার দিকে মিন্টু মিয়ার বাড়ি সংলগ্ন পুকুরে তাদের ভাসমান মরদেহ পাওয়া যায়।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কুমার দাস জানান, ধারণা করা হচ্ছে পুকুরপাড়ে ওই চার শিশু খেলছিল। এ সময়ে তারা পুকুরে পড়ে যায়। পরে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
আকাশ নিউজ ডেস্ক 
























