অাকাশ জাতীয় ডেস্ক:
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার বাহেরচর বাজারের আটটি মার্কেটে ৩৪ ব্যবসায়ীর দোকান ভস্মীভূত হয়েছে। এতে প্রায় সাড়ে তিন কোটি টাকার ক্ষতি হয়। সোমবার মধ্যরাতের দিকে এ দুর্ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্তরা জানান, সবুজ প্যাদার মুদি দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে। পরে তা আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। মসজিদের মাইক থেকে অগ্নিকাণ্ডের কথা ঘোষণা করলে স্থানীয়রা এসে চার ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
আটটি মার্কেটে আব্বাস হাওলাদার, বশার হাওলাদার, বাদল মাতুব্বর, শাকিল আহম্মেদসহ ৩৪ ব্যবসায়ীর মুদি মনিহারি, শাড়ি-কাপড়, প্রসাধনী, ডিজেল-গ্যাস সিলেন্ডারের দোকান এবং গুদাম পুড়ে ছাই হয়ে গেছে।
পুলিশ জানায়, সবুজ প্যাদা নামে এক ব্যবসায়ীর দোকান থেকে আগুন ছড়িয়ে পড়ে।
আকাশ নিউজ ডেস্ক 
























