অাকাশ জাতীয় ডেস্ক:
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সরাইল বাজারে তিনটি দোকান ও একটি গুদামে আগুন লেগে চার লক্ষাধিক টাকার মালামাল পুড়ে গেছে।
শনিবার ভোরে বৈদুতিক শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করছেন ক্ষতিগ্রস্তরা ও স্থানীয় ফায়ার সার্ভিস ইউনিটের সদস্যরা।
পাঁচবিবি ফায়ার সার্ভিসের স্টেশন ভারপ্রাপ্ত অফিসার লিডার জহুরুল ইসলাম বেপারি জানান, ভোরে বৈদুতিক শর্ট সার্কিট থেকে বাজারের তিনটি দোকান ও ওই গুদামে আগুনের সূত্রপাত হয়। এতে ওই গুদামে ও দোকানে থাকা সাইকেল, রঙ, হার্ডওয়্যারের সামগ্রীসহ বিভিন্ন মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।
আকাশ নিউজ ডেস্ক 
























