অাকাশ জাতীয় ডেস্ক:
রাজশাহীর দুর্গাপুরে বিদ্যুৎস্পৃষ্টে রেজাউল করিম (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার বেলা ১১টার দিকে উপজেলার শালঘোরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রেজাউল উপজেলার শালঘোরিয়া গ্রামের লিয়াকত আলীর ছেলে। পেশায় তিনি একজন সবজি বিক্রেতা। শালঘোরিয়া মোড়ে তার সবজির দোকান রয়েছে।
পরিবার সূত্রে জানা গেছে, রেজাউল বাড়ির বিদ্যুতের বোর্ডে প্লাগ ঢুকাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরিবারের সদস্যরা জানান, গোটা বাড়িই শটসার্কিট হয়েছিল। কিন্তু রেজাউল সেটি বুঝতে পারেন নি। ওই অবস্থায় বিদ্যুতের বোর্ডের সকেটে প্লাগ ঢুকাতে গিয়ে শটসার্কিটে আক্রান্ত হন রেজাউল। এতেই তার মৃত্যু ঘটে।
আকাশ নিউজ ডেস্ক 
























