অাকাশ জাতীয় ডেস্ক:
পিরোজপুর-মঠবাড়িয়া সড়কের মাহেন্দ্র নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে ভাণ্ডারিয়া উপজেলার মাদার্শী নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাসুদ মিয়া(৪০) মিরুখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম আ. মন্নান মিয়ার ছেলে ও মিরুখালী ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মাসুম মিয়া শুক্রবার দুপুরে ঝাউতলা বাজার থেকে মাহেন্দ্রযোগে ভাণ্ডারিয়ায় শ্বশুরবাড়ি বেড়াতে যাচ্ছিলেন। পথে মাদার্শী নামক স্থানে মাহেন্দ্রটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
ভাণ্ডারিয়া থানার ওসি কে এম তারিকুল ইসলাম জানান, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 
























