অাকাশ জাতীয় ডেস্ক:
গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার নিয়ামত নগর সিনিয়র মাদ্রাসা পরীক্ষা কেন্দ্রে এক দাখিল পরীক্ষার্থীকে সহযোগিতা করার অপরাধে জোবায়দুর রহমান নামে এক শিক্ষককে বহিষ্কার করা হয়েছে। ওই শিক্ষক উপজেলার ত্রিমিলন দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক।
জেলা প্রশাসক কার্যালয় সূত্রে জানা গেছে, এবারে এসএসসি পরীক্ষায় ৪০টি কেন্দ্রে জেলায় ২২ হাজার ৫০৬ জন পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষায় অংশ নেয় ২২ হাজার ৪২৪ জন। এছাড়া এসএসসি ভোকেশনালের ১৭টি কেন্দ্রে ২ হাজার ৩৩৭ জনের মধ্যে পরীক্ষায় অংশ নেয় ২ হাজার ২৯৫ জন।
দাখিল পরীক্ষার ১১টি কেন্দ্রে ৪ হাজার ৭৫১ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নেয় ৪ হাজার ৬৯১ জন এবং দাখিল ভোকেশনালের ৪টি কেন্দ্রে ৫০ জন পরীক্ষার্থীর মধ্যে ৪৬ জন অংশ নেয়। গাইবান্ধার ৭২টি পরীক্ষা কেন্দ্রে এসএসসি ও সমমানের পরীক্ষা বৃহস্পতিবার শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 
























