অাকাশ জাতীয় ডেস্ক:
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার আমতলি ইউনিয়নে এক স্কুলছাত্রীকে হুমকি দিয়ে তিনবার ধর্ষণ ও ধারণকৃত ধর্ষণের ভিডিও ছড়িয়ে দেয়ার অভিযোগে তিন কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তাররা হচ্ছেন- মো. ফরহাদ, হাফিজুল্লা রাহিদ এবং নাইয়িম।
বৃহস্পতিবার সকালে স্থানীয়দের সহযোগিতায় তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা আমতলি উচ্চ বিদ্যালয়ের চলতি বছরের এসএসসি পরীক্ষার্থী। গ্রেপ্তার রাহিদ আমতলি সর্দার পাড়ার মুজিবর দেওয়ানের, ফরহাদ মৃত আব্দুল জলিল এবং নাইয়িম আব্দুছ সালামের ছেলে।
বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহাঙ্গীর জানান, গ্রেপ্তার তিনজন গত বছর ৪ নভেম্বর আমতলির একটি উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রীকে মক্তব থেকে ফেরার পথে নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করে ভিডিও ধারণ করে। পরে এটি প্রচারের ভয় দেখিয়ে তারা তিনজনে মিলে আরো দুবার ধর্ষণ করে ভিডিও ধারণ করে। এক পর্যায়ে এটি মোবাইলের মাধ্যমে ছড়িয়ে দেয়া হয়। এটি এলাকায় জানাজানি হলে বৃহস্পতিবার সকালে স্থানীয়রা জড়িতদের আটক করে পুলিশে দেয়। তাদের বিরুদ্ধে মামলা হওয়ায় গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আকাশ নিউজ ডেস্ক 























