অাকাশ জাতীয় ডেস্ক:
গাজীপুরের শ্রীপুর পৌর এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উল্টোপথে চলা একটি পিকআপের চাপায় এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। তার নাম মোস্তফা কামাল।
মঙ্গলবার দুপুর পৌনে একটার দিকে মহাসড়কের গড়গড়িয়া মাস্টারবাড়ি নতুন বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোস্তাফা কামাল উপজেলার বেলদিয়া গ্রামের শামসুল হকের ছেলে।
মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেলোয়ার হুসেন দৈনিক আকাশকে বলেন, নিহত মোস্তফা ভাঙ্গারী ব্যবসায়ী। তিনি সকালে ভাঙ্গারী মালামাল বিক্রি করতে ঢাকা যান। সেখান থেকে ফিরে একটি অটোরিকশাযোগে গড়গড়িয়া মাস্টারবাড়ী নতুন বাজার এলাকা থেকে মাওনা চৌরাস্তা যাচ্ছিলেন। এসময় উল্টোপথে এসে একটি পিকআপ অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে খবর পেয়ে লাশ উদ্ধার করে মাওনা হাইওয়ে থানায় রাখা হয়েছে। ঘাতক পিকআপটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে।
আকাশ নিউজ ডেস্ক 























