অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
লাইবেরিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে চমক দেখিয়েছেন তারকা ফুটবলার জর্জ উইয়াহ। ক্ষমতা গ্রহণ করে দিলেন আরেক চমক। ঘোষণা দিলেন, প্রেসিডেন্ট হিসেবে প্রাপ্য সম্মানি ২৫ ভাগ কম নিবেন।
সোমবার প্রেসিডেন্ট হিসেবে দেয়া প্রথম বক্তব্যে জর্জ বলেন, দেশের অর্থনীতি খুব নাজুক অবস্থায় রয়েছে। এই অবস্থায় এখন থেকেই আমার বেতন এবং অন্যান্য সুবিধাদি ২৫% কমিয়ে দিলাম”। এই ২৫ ভাগ অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা হবে। প্রয়োজনীয় খাতে তা থেকে ব্যয় করা হবে।
অর্থনীতির শোচনীয় অবস্থা তুলে ধরে উইয়াহ বলেন, মুদ্রাস্ফীতি এখন লাগামছাড়া। বেকারত্তের হার যেকোন সময়ের চেয়ে বেশী। বিদেশী অনুদানও কমে গেছে।
গত সপ্তাহে প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে সে দেশের প্রথম নারী প্রেসিডেন্ট এলেন জনসন সিরলেফ এর কাছ থেকে দায়িত্ত্ব বুঝে নেন। ইউরোপের ক্লাব ফুটবলে দারুন বিখ্যাত ছিলেন জর্জ উইয়াহ। খেলেছেন এসি মিলান, চেলসি ও ম্যানচেস্টার সিটির হয়ে। ১৯৯৫ সালে ফিফা বর্ষসেরা ফুটবাল নির্বাচিত হন তিনি।
আকাশ নিউজ ডেস্ক 
























