ঢাকা ০৫:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ১৯ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৬

অাকাশ জাতীয় ডেস্ক:

ফরিদপুরের মধুখালী উপজেলার কাজীর রাস্তা নামক স্থানে বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৬ জনে দাঁড়িয়েছে। শনিবার রাত পৌনে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থলেই তিন জন মারা যান। পরে গুরুতর আহত ৫ জনকে ফরিদপুরে মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে একজনের মৃত্যু হয়। সর্বশেষ চিকিৎসাধীন অবস্থায় আরও ২ জনের মৃত্যু হয়েছে।

মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন জানান, শুক্রবার রাতে উপজেলার কাজির রাস্তা মোড়ের হাটিঘাটা এলাকায় যশোরের বেনাপোল থেকে ছেড়ে আসা ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি বাসের সঙ্গে একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই মাইক্রোবাসের আট যাত্রীর মধ্যে তিনজন নিহত হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর আরও একজন মারা যায়। নিহতদের মধ্যে একজন নারী আছেন।

ওসি আরও জানান, এ ঘটনায় মাইক্রোবাসের অন্য চার যাত্রী, বাসের চালক, হেলপার ও সুপারভাইজার আহত হয়। তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।

ফরিদপুর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মমতাজ উদ্দিনের ভাষ্য, খবর পাওয়ার পর ফরিদপুর ও মুধখালী থেকে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করে। মাইক্রোবাসের ভেতরে লোকজন আটক পড়েছিলেন। তাদের উদ্ধার করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বন্যার পানি কমার সাথে সাথে জলবাহিত রোগ ছড়িয়ে পড়ছে

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৬

আপডেট সময় ১২:১১:৪৭ অপরাহ্ন, শনিবার, ২৯ জুলাই ২০১৭

অাকাশ জাতীয় ডেস্ক:

ফরিদপুরের মধুখালী উপজেলার কাজীর রাস্তা নামক স্থানে বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৬ জনে দাঁড়িয়েছে। শনিবার রাত পৌনে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থলেই তিন জন মারা যান। পরে গুরুতর আহত ৫ জনকে ফরিদপুরে মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে একজনের মৃত্যু হয়। সর্বশেষ চিকিৎসাধীন অবস্থায় আরও ২ জনের মৃত্যু হয়েছে।

মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন জানান, শুক্রবার রাতে উপজেলার কাজির রাস্তা মোড়ের হাটিঘাটা এলাকায় যশোরের বেনাপোল থেকে ছেড়ে আসা ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি বাসের সঙ্গে একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই মাইক্রোবাসের আট যাত্রীর মধ্যে তিনজন নিহত হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর আরও একজন মারা যায়। নিহতদের মধ্যে একজন নারী আছেন।

ওসি আরও জানান, এ ঘটনায় মাইক্রোবাসের অন্য চার যাত্রী, বাসের চালক, হেলপার ও সুপারভাইজার আহত হয়। তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।

ফরিদপুর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মমতাজ উদ্দিনের ভাষ্য, খবর পাওয়ার পর ফরিদপুর ও মুধখালী থেকে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করে। মাইক্রোবাসের ভেতরে লোকজন আটক পড়েছিলেন। তাদের উদ্ধার করা হয়।