অাকাশ জাতীয় ডেস্ক:
লক্ষ্মীপুরে ডোবা থেকে মাছ তুলতে গিয়ে জেলেদের জালে একটি যুবকের মৃতদেহ উঠে এসেছে বলে খবর পাওয়া গেছে। সোমবার সকালে পৌরসভার বাস টার্মিনালসংলগ্ন একটি ডোবায় ওই মৃতদেহটি উদ্ধার করা হয়। তবে তাৎক্ষণিক তার নাম-পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, লক্ষ্মীপুর পৌরসভার বাস টার্মিনালের উত্তর পাশে সাবেক পৌর কাউন্সিলর লোকমান হোসেনের মালিকানাধীন ডোবায় মাছ ধরতে নামেন জেলেরা। এ সময় জেলেদের জালে যুবকের মৃতদেহটি আটকা পড়ে। খাদ্যের বস্তা ভেবে সেটি তুলতে গেলে ওই লাশটি ভেসে ওঠে। পরে পুলিশকে বিষয়টি জানানো হয়।
লক্ষ্মীপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) ওমর ফারুক জানান, লাশটি উদ্ধার করা হয়েছে। নিহত যুবকের পরনে একটি ফুলশার্ট ও প্যান্ট রয়েছে।
ধারণা করা হচ্ছে, ৫-৬ দিন আগে পরিকল্পিতভাবে হত্যা করে লাশটি ফেলে রাখা হয়েছে। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্তের পরই আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান ওসি।
আকাশ নিউজ ডেস্ক 
























