অাকাশ জাতীয় ডেস্ক:
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় ওষুধ ফ্যাক্টরিতে কেমিকেলের পার্শপ্রতিক্রিয়ায় আক্রান্ত হয়ে নুরুল আমিন (২৭) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন কমপক্ষে ৮ শ্রমিক।
রোববার রাত পৌনে ৩টার দিকে বিসিক শিল্পনগরীর গ্লোব ফার্মাসিউটিক্যাল ফ্যাক্টরিতে এ ঘটনা ঘটে।নিহত নুরুল আমিন রুমি উপজেলার একলাসুর গ্রামের ছগির মিয়ার ছেলে।
গ্লোব ফার্মার নোয়াখালীর ডিস্ট্রিক ম্যানেজার (ডিএম) বেলাল জামান জানান, রোববার রাত পৌনে ৩টার দিকে ফ্যাক্টরির প্রডাকশন সাইডে কাজ করার সময় অসাবধানতাবসত কেমিকেলের ড্রাম থেকে মিথাইল এমাইনো এসিড ছড়িয়ে পড়ে। এ সময় একই রুমে থাকা প্রথমে আটজন শ্বাসযন্ত্রের ক্রিয়ায় আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েন।
ঘটনার কিছুক্ষণ পরেই বাহিরে দায়িত্বে থাকা নৈশপ্রহরী আবুল খায়ের টের পেয়ে তাদের উদ্ধার করতে গেলে তিনিও অসুস্থ হয়ে পড়েন। এর পর অন্যরা তাদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সোমবার সকালে চিকিৎসাধীন নুরুল আমিনের মৃত্যু হয়।
আহতরা হলেন- অপারেটর বাবলু (৪৬), অপারেটর সুমন (৩৫), নৈশপ্রহরী আবুল খায়ের (৫০), শ্রমিক আবু সায়েদ (৫০), নাসির উদ্দিন (৩০), এনামুল হক মাসুম (৪৭) ও আবু জাহের (৩৫)।
হাসপাতালের সার্জারি ওয়ার্ডের সিনিয়র কনসালট্যান্ট ডা. জসিম উদ্দিন জানান, কেমিকেলের পার্শ্বপ্রতিক্রিয়ায় আক্রান্তরা শংকামুক্ত। তাদের যথাযথ চিকিৎসা দেয়া হচ্ছে।
আকাশ নিউজ ডেস্ক 
























