অাকাশ জাতীয় ডেস্ক:
বড়লেখায় নিখোঁজের ১০ দিন পর বাড়ির পাশ থেকে স্কুলছাত্রের খণ্ডিত লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার সন্ধ্যায় পুলিশ বাড়ির পাশের একটি টিলা থেকে স্কুলছাত্রের লাশ উদ্ধার করে।
নিহত হাসান আহমদ (১৪) মোহাম্মদনগর গ্রামের আব্দুর রহিমের ছেলে ও সিলেটের মনির আহমদ একাডেমি ক্যাডেট কলেজের নবম শ্রেণির ছাত্র।
বড়লেখা থানার ওসি জানান, ঘটনাস্থলে পুলিশ রয়েছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। প্রসঙ্গত, দক্ষিণ শাহবাজপুর ইউপির মোহাম্মদনগর বাজার থেকে ১০ দিন আগে স্কুলছাত্র নিখোঁজ হয়।
আকাশ নিউজ ডেস্ক 
























