অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
লিবিয়ায় জোড়া গাড়ি বোমা হামলায় ২৭ জন নিহত হয়েছেন। এই হামলায় ২০ থেকে ৩০ জন আহত হয়েছেন বলে বিভিন্ন খবরে বলা হয়েছে। মঙ্গলবার রাতে বেনগাজি শহরে এক মসজিদের কাছে এই হামলার ঘটনা ঘটে। খবর বিবিসির।
খবরে বলা হয়, কেন্দ্রীয় আল স্লেইমানির পাশে একটি মসজিদের সামনে গাড়িতে রাখা বোমার প্রথম বিস্ফোরণ ঘটানো হয়। আছর নামাজ পরে মুসল্লির এই সময় মসজিদ থেকে বের হচ্ছিলেন। এর কিছুক্ষণ পর রাস্তার অপর পাশে দ্বিতীয় গাড়ি বোমা বিস্ফোরণ ঘটে।
স্থানীয় আল-জালা হাসপাতালের মুখপাত্র এএফপিকে জানান, নিহতদের মধ্যে সেনা এবং বেসামরিক লোকজন রয়েছে। হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
এখনো কোনো সন্ত্রাসী গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি।
আকাশ নিউজ ডেস্ক 
























