অাকাশ জাতীয় ডেস্ক:
দিনাজপুরে এক অটোরিকশা চালকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে বিরল উপজেলার ফরাক্কাবাদ ইউনিয়নের তেঘরা আলী পাম্পসংলগ্ন কালভার্ট থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত মঈনউদ্দীন (২৭) উপজেলার বাজনাহার গ্রামের আলাউদ্দীনের ছেলে ।
স্থানীয়রা জানায়, রাতে দুর্বৃত্তরা অন্য কোনো এলাকায় তাকে মেরে ফেলে কালভার্টের নিচে ফেলে দিতে পারে বলে তাদের ধারণা। সকালে পথচারীরা মৃতদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ সকালে এসে লাশটি উদ্ধার করে।
বিরল থানার ওসি মো. আব্দুল মজিদ জানান, সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য লাশটি দিনাজপুর আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
আকাশ নিউজ ডেস্ক 
























