অাকাশ জাতীয় ডেস্ক:
বেড়িবাঁধ থেকে এক মহিলার লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে চাঁদপুরের মতলব উত্তরের ষাটনল এলাকা তার লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় ২ জনকে আটক করা হয়েছে।
নিহত ঠগি রানী সরকার (৪২) ছেঙ্গারচর পৌর এলাকার কলাকান্দা গ্রামের ক্ষিতিশ সরকারের স্ত্রী। তিনি ২ ছেলে ও ২ মেয়ের জননী।
পুলিশ জানায়, ষাটনল এলাকার রাস্তার পাশে মহিলার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। অন্য আর একটি সূত্র জানায়, স্থানীয় মারিয়া জেনারেল হাসপাতালে গর্ভপাত করতে গিয়ে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়। পরে তার লাশ বেড়িবাঁধ এলাকায় ফেলে দেয়া হয়েছে।
মতলব উত্তর থানার ওসি আনোয়ারুল হক জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য ওই হাসপাতালের মালিকসহ ২ জনকে আটক করা হয়েছে। লাশের ময়নাতদন্ত হলে বিস্তারিত জানা যাবে।
আকাশ নিউজ ডেস্ক 
























