অাকাশ জাতীয় ডেস্ক:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ট্রাকচাপায় স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। শনিবার বেলা সাড়ে ১২টার দিকে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের রানিহাটি ডিগ্রি কলেজ মোড় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সদর উপজেলার বড় ইন্দারা এলাকার ফজলুর রহমানের ছেলে আসলাম উদ্দিন ওরফে এনামুল (৬৫) ও তার স্ত্রী মিনিয়ারা বেগম (৫৫)।
শিবগঞ্জ থানার ওসি হাবিবুল ইসলাম হাবিব জানান, দুপুর সাড়ে ১২টা দিকে আসলাম উদ্দিন ওরফে এনামুল তার স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে রশিকনগর গ্রামে শ্বশুরবাড়ি যাচ্ছিলেন। এ সময় সোনামসজিদগামী একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
পরে ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় ট্রাকটি (ঢাকা-মেট্রো-ট-১৬-১৮৪৫) আটক করে থানায় আনা হয়েছে। তবে চালক ও হেলপার পলাতক রয়েছে বলে জানান ওসি।
আকাশ নিউজ ডেস্ক 
























