অাকাশ জাতীয় ডেস্ক:
দিনাজপুরের বিরলে ইয়াবাসহ এক ইউপি সদস্যকে আটক করেছে থানা-পুলিশ। এ সময় তার কাছ থেকে ১৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আটক শরিফুল ইসলাম (৩৫) উপজেলার ৬নং ভান্ডারা ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ড সদস্য এবং ভাড়াডাঙ্গী গ্রামের নছিম উদ্দিনের ছেলে। বুধবার দুপুরে উপজেলার ভান্ডারা ইউপি এলাকায় রেংটা ব্রিজের পশ্চিম পাশ থেকে তাকে আটক করা হয়।
বুধবার দুপুরে বিরল থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আওলাদ হোসেনের নেতৃত্বে পুলিশের পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রেংটা ব্রিজের পশ্চিম পার্শ্বে ইউপি সদস্য শরিফুল ইসলামকে (৩৫) আটক করে তার দেহ তল্লাশি করে ১৫ পিস ইয়াবা ও মোটরসাইকেল উদ্ধার করা হয়। বিরল থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আওলাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
আকাশ নিউজ ডেস্ক 
























