অাকাশ জাতীয় ডেস্ক:
লক্ষ্মীপুরে রাস্তার পাশে অজ্ঞাত পথচারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। অসুস্থ হয়ে পথচারীর (৩৫) মৃত্যু হয় বলে জানায় পুলিশ। বুধবার দুপুরে সদর উপজেলার মান্দারী ইউনিয়নের রতনপুর গ্রামে রাস্তার পাশে তার মৃত্যু হয়।
চন্দ্রগঞ্জ থানার এসআই জাকির হোসেন স্থানীয়দের বরাত দিয়ে জানান, নিহত ব্যক্তি পথচারী ছিলেন। হঠাৎ অসুস্থ হয়ে রাস্তার পাশেই তার মৃত্যু হয়। তার নাম-পরিচয় জানা যায়নি। লাশ উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে চন্দ্রগঞ্জ থানা পুলিশ সমাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মৃত যুবকের ছবি পোস্ট করে পরিচয় নিশ্চিত করতে সবার সহযোগিতা চেয়েছেন বলেও জানান পুলিশ।
আকাশ নিউজ ডেস্ক 
























