অাকাশ জাতীয় ডেস্ক:
দিনাজপুরের হিলিতে সড়ক দুর্ঘটনায় পুলিশের এএসআই ও কনস্টেবল নিহত হয়েছেন। নিহতরা হলেন মোটরসাইকেল চালক পুলিশের এএসআই আব্দুর হাই সিদ্দিক (৩০)ও কনস্টেবল আশরাফুল আলম (৪০)। বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে হিলি-জয়পুরহাট সড়কের হিরামতি সিনেমা হলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকালে সরকারি দায়িত্ব পালন শেষে কনস্টেবল আশরাফুলকে নিয়ে এএসআই আব্দুল হাই সিদ্দিক মোটরসাইকেলে থানায় ফেরার পথে হিলি-জয়পুরহাট সড়কের হিরামতি সিনেমা হলের সামনে পৌঁছালে পেছন থেকে একটি ট্রাক তাদের ধাক্কা দেয়। ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেলটি সড়কের পাশে থাকা অপর একটি ট্রাকের সঙ্গে পুনরায় ধাক্কা খায়। এতে দুজনই গুরুতর আহত হলে স্থানীয়রা তাদের দ্রুত উদ্ধার করে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা.রাশেদুল আলম জানান, এএসআই সিদ্দিকের মাথায় গুরুতর জখমের কারণে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। এছাড়া কনস্টেবল আশরাফুল মাথায় ও পায়ে আঘাত পান। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের দুজনকেই রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। নিহত আব্দুর হাই সিদ্দিক নীলফামারী জেলা সদরের দিঘলডাঙ্গি গ্রামের আহম্মেদ আলীর ছেলে। কনস্টেবল আশরাফুল আলমের বাড়ি গাইবান্ধা জেলার পলাশবাড়ি উপজেলার বেতকাপা গ্রামে।
হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সবুর জানান, তাদের রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হলে ডাক্তাররা দুজনকেই মৃত ঘোষণা করেন। এদিকে ঘাতক ট্রাক দুটি আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। তবে ট্রাকের চালক ও সহকারীরা পলাতক রয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 























