ঢাকা ০৯:২৮ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬, ২৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশের ভবিষ্যত গড়ার জন্য গণভোটে ‘হ্যাঁ’ জয় নিশ্চিত করতে হবে : চরমোনাই পীর ব্যালটবাক্স ভরে কোনো নির্দিষ্ট প্রতীকের জয়ের সুযোগ নেই: রুমিন ফারহানা এইচএসসি পাসে নিউরো মেডিসিন বিশেষজ্ঞ , রোগী দেখেন দুই জেলায় পটুয়াখালীতে দুই বান্ধবীকে ধর্ষণের ঘটনায় গ্রেফতার ধর্ষকের মা সব শিক্ষাপ্রতিষ্ঠানকে জরুরি নির্দেশনা শিশু পানিতে পড়লেই বাজবে সাইরেন, কল যাবে ফোনে,দাবি ভোলার তরুণ উদ্ভাবকএর আমেরিকার উস্কানিতে ইরানে বিক্ষোভ : মাসুদ পেজেশকিয়ান আমার মনোনয়ন বাতিল করার কোনো কারণ ছিল না: মাহমুদুর রহমান মান্না ব্রিটিশ সরকারকে ‘ফ্যাসিস্ট’ আখ্যা দিলেন ইলন মাস্ক ভারতের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনে বাণিজ্যে প্রভাব পড়বে না : শেখ বশিরউদ্দীন

দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় এএসআই ও কনস্টেবল নিহত

অাকাশ জাতীয় ডেস্ক:

দিনাজপুরের হিলিতে সড়ক দুর্ঘটনায় পুলিশের এএসআই ও কনস্টেবল নিহত হয়েছেন। নিহতরা হলেন মোটরসাইকেল চালক পুলিশের এএসআই আব্দুর হাই সিদ্দিক (৩০)ও কনস্টেবল আশরাফুল আলম (৪০)। বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে হিলি-জয়পুরহাট সড়কের হিরামতি সিনেমা হলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকালে সরকারি দায়িত্ব পালন শেষে কনস্টেবল আশরাফুলকে নিয়ে এএসআই আব্দুল হাই সিদ্দিক মোটরসাইকেলে থানায় ফেরার পথে হিলি-জয়পুরহাট সড়কের হিরামতি সিনেমা হলের সামনে পৌঁছালে পেছন থেকে একটি ট্রাক তাদের ধাক্কা দেয়। ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেলটি সড়কের পাশে থাকা অপর একটি ট্রাকের সঙ্গে পুনরায় ধাক্কা খায়। এতে দুজনই গুরুতর আহত হলে স্থানীয়রা তাদের দ্রুত উদ্ধার করে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা.রাশেদুল আলম জানান, এএসআই সিদ্দিকের মাথায় গুরুতর জখমের কারণে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। এছাড়া কনস্টেবল আশরাফুল মাথায় ও পায়ে আঘাত পান। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের দুজনকেই রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। নিহত আব্দুর হাই সিদ্দিক নীলফামারী জেলা সদরের দিঘলডাঙ্গি গ্রামের আহম্মেদ আলীর ছেলে। কনস্টেবল আশরাফুল আলমের বাড়ি গাইবান্ধা জেলার পলাশবাড়ি উপজেলার বেতকাপা গ্রামে।

হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সবুর জানান, তাদের রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হলে ডাক্তাররা দুজনকেই মৃত ঘোষণা করেন। এদিকে ঘাতক ট্রাক দুটি আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। তবে ট্রাকের চালক ও সহকারীরা পলাতক রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভারতের ক্ষমতাসীন দলকে ‘স্যাডিস্ট ও ফ্যাসিস্ট’ আখ্যা দিলেন অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র

দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় এএসআই ও কনস্টেবল নিহত

আপডেট সময় ০১:১৫:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ জুলাই ২০১৭

অাকাশ জাতীয় ডেস্ক:

দিনাজপুরের হিলিতে সড়ক দুর্ঘটনায় পুলিশের এএসআই ও কনস্টেবল নিহত হয়েছেন। নিহতরা হলেন মোটরসাইকেল চালক পুলিশের এএসআই আব্দুর হাই সিদ্দিক (৩০)ও কনস্টেবল আশরাফুল আলম (৪০)। বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে হিলি-জয়পুরহাট সড়কের হিরামতি সিনেমা হলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকালে সরকারি দায়িত্ব পালন শেষে কনস্টেবল আশরাফুলকে নিয়ে এএসআই আব্দুল হাই সিদ্দিক মোটরসাইকেলে থানায় ফেরার পথে হিলি-জয়পুরহাট সড়কের হিরামতি সিনেমা হলের সামনে পৌঁছালে পেছন থেকে একটি ট্রাক তাদের ধাক্কা দেয়। ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেলটি সড়কের পাশে থাকা অপর একটি ট্রাকের সঙ্গে পুনরায় ধাক্কা খায়। এতে দুজনই গুরুতর আহত হলে স্থানীয়রা তাদের দ্রুত উদ্ধার করে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা.রাশেদুল আলম জানান, এএসআই সিদ্দিকের মাথায় গুরুতর জখমের কারণে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। এছাড়া কনস্টেবল আশরাফুল মাথায় ও পায়ে আঘাত পান। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের দুজনকেই রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। নিহত আব্দুর হাই সিদ্দিক নীলফামারী জেলা সদরের দিঘলডাঙ্গি গ্রামের আহম্মেদ আলীর ছেলে। কনস্টেবল আশরাফুল আলমের বাড়ি গাইবান্ধা জেলার পলাশবাড়ি উপজেলার বেতকাপা গ্রামে।

হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সবুর জানান, তাদের রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হলে ডাক্তাররা দুজনকেই মৃত ঘোষণা করেন। এদিকে ঘাতক ট্রাক দুটি আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। তবে ট্রাকের চালক ও সহকারীরা পলাতক রয়েছে।