অাকাশ জাতীয় ডেস্ক:
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় মালবাহী ট্রাকচাপায় অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন একজন।
মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার উপজেলার নতুন বাজার-ছেঙ্গারচর সড়কের পাচানিয় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- মফিজুল (৪৫), অনিল সরকার (২৪) ও আলমগীর (৫০)।
মতলব উত্তর থানার ওসি রেজাউল জানান, চাঁদপুর থানার ওসি, সিএনজিচালিত অটোরিকশাটি মতলব উত্তর উপজেলার নতুন বাজার থেকে চাঁদপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে যাচ্ছিল। ঘটনাস্থলে পৌঁছালে বিপরীতমুখী একটি ট্রাক ওই অটোরিকশাকে ধাক্কা দেয়।
এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলেই তিন যাত্রীর মৃত্যু হয়। এ সময় আহত হয় নুরুল হক (৫০)।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. শংকর জানান, আহত এক ব্যক্তিকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্ষে ভর্তি করা হয়েছে আর নিহতদের মৃতদেহ মতলব উত্তর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 
























