অাকাশ জাতীয় ডেস্ক:
খাগড়াছড়িতে অভিমান করে দুই কিশোরী আত্মহত্যা করেছে।রোববার রাতে জেলার গুইমারা উপজেলার বড়পিলাক ও ডাক্তারটিলাস্থ মধ্য মুসলিম সমাজ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হল- গুইমারা মডেল হাইস্কুলের এসএসসি পরীক্ষার্থী রাউদিয়া সুলতানা মিলি (১৫) এবং উপজেলার বড়পিলাক এলাকার মিশু আক্তার(১২)।
স্থানীয় সূত্রে জানা যায়, পরীক্ষায় ফল খারাপ করায় মায়ের বকুনি খেয়ে রাউদিয়া সুলতানা মিলি অভিমান করে বিষপান করে।
এদিকে একই উপজেলার বড়পিলাক এলাকায় বাকপ্রতিবন্ধী মিশু আক্তার নামে আরেক শিক্ষার্থী পরিবারের সঙ্গে অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। গুইমারা থানার ওসি শাহাদাৎ হোসেন টিটো জানান, রাতে পৃথক এলাকায় ২ কিশোরী আত্মহত্যা করেছে। এ নিয়ে দুটি অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্ত শেষে ঘটনার সঠিক তথ্য পাওয়া যাবে।
আকাশ নিউজ ডেস্ক 
























