অাকাশ জাতীয় ডেস্ক:
চুয়াডাঙ্গা সদর উপজেলার ছয় মাইল এলাকায় ইসমত আরা (৯) নামে পঞ্চম শ্রেণির এক স্কুলছাত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। রবিবার বিকালে গাছে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। ইসমত আরা একই গ্রামের ইসরাফিল আলমের মেয়ে।
পুলিশ জানায়, আজ বিকালে সদর উপজেলার ছয় মাইল এলাকায় একটি গাছের সাথে ওই স্কুলছাত্রীর মরদেহ ঝুলছে বলে খবর পায় পুলিশ। খবর পেয়ে মরদহেটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ দিকে এ ঘটনায় নিয়ে জনমনে প্রশ্ন সৃষ্টি হয়েছে। কেউ তাকে হত্যা করে লাশ ঝুলিয়ে রেখেছে বলে এলাকাবাসীর ধারণা। চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোজাম্মেল হক জানান, ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর প্রকৃত ঘটনা জানা যাবে।
আকাশ নিউজ ডেস্ক 
























