অাকাশ জাতীয় ডেস্ক:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ভ্যান থেকে পড়ে ট্রলিচাপায় আকাশ আলী (১৪) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। রোববার বিকালে উপজেলার শিবগঞ্জ-মনাকষা রোডের হাউসনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আকাশ আলী উপজেলার মনাকষা ইউনিয়নের পোড়াডিহি গ্রামের সবুর আলির ছেলে আকাশ আলী (১৪)।
শিবগঞ্জ থানার এসআই রনি কুমার দাস জানান, রোববার বিকালে আকাশ আলী শিবগঞ্জ-মনাকষা রোডের হাউসনগর এলাকায় ভ্যানযোগে শিবগঞ্জ যাচ্ছিল। এসময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রলি ভ্যানটিকে ধাক্কা দিলে আকাশ ভ্যান থেকে ছিটকে পড়ে যায়। পরে ট্রলিটি আকাশকে চাপা দিলে আকাশ ঘটনাস্থলেই মারা যান।
কোনো অভিযোগ না থাকায় নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানিয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 
























