অাকাশ জাতীয় ডেস্ক:
সাভারে মুখ চেপে ধরে তুলে নিয়ে দ্বিতীয় শ্রেণীর এক ছাত্রীকে (০৮) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। শনিবার রাতে সাভারের আড়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। শিশুটির শারীরিক পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টফ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে।
সে সাভার পৌর এলাকার আড়াপাড়ায় একটি স্কুলে দ্বিতীয় শ্রেণির ছাত্রী। শিশুটির বাড়ি লালমনিরহাট জেলার সদর থানার শাজাহান কলোনি গ্রামে। এদিকে এ ঘটনায় ধর্ষক রিকশাচালক পালিয়ে যাওয়ায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তার স্ত্রী সালেহাকে আটক করেছে পুলিশ।
শিশুটির বাবা শফিকুল ইসলাম জানান, রাতে তার মেয়েকে রাস্তা থেকে মুখ চেপে তুলে নিয়ে যায় রিকশাচালক আব্দুল সাত্তার শেখ। পরে তার ভাড়া বাসায় নিয়ে ধর্ষণ করে। শিশুটি অসুস্থ হয়ে পড়লে বাড়িতে এসে ধর্ষণের কথা বাবা-মাকে জানান ওই রিকশাচালক।
সাভার মডেল থানার (ওসি) মোহসিনুল কাদির জানান, এ ঘটনায় ধর্ষকের বিরুদ্ধে রোববার সকালে সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। তবে ঘটনার পর থেকেই তিনি পলাতক রয়েছেন। ধর্ষক রিকশাচলককে আটকের প্রক্রিয়া চলছে বলে জানান ওসি।
আকাশ নিউজ ডেস্ক 
























