অাকাশ জাতীয় ডেস্ক:
সিরাজগঞ্জের কামারখন্দে বাসচাপায় মমতা বেগম (৪০) নামে এক নারী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন তার শিশু সন্তান। সোমবার রাতে বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কের উপজেলার কোনাবাড়ি চৌরাস্তার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মমতা বেগম উপজেলার বড়কুড়া গ্রামের আবুল বাশারের স্ত্রী। আহত শিশুকে স্থানীয় একটি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আব্দুল হামিদ জানান, সন্তনকে কোলে নিয়ে রাস্তা পার হওয়ার সময় উত্তরাঞ্চলগামী একটি বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মমতা নিহত ও তার শিশু সন্তান আহত হয়।
আকাশ নিউজ ডেস্ক 
























