অাকাশ জাতীয় ডেস্ক:
জামালপুরের বকুলতলায় একটি কুটির শিল্পের গুদামে আগুন লেগেছে। সোমবার রাত ৯টার দিকে এই আগুন লাগে। আগুনে ওই গুদাম আনুমানিক ১৫ লক্ষ টাকা মূল্যের নকশি কাপড়সহ মালামাল পুড়ে গেছে বলে ধারণা স্থানীয় ফায়ার সার্ভিস কর্তৃপক্ষের।
মীম কুটির শিল্পের স্বত্ত্বাধিকারী আমেনা খাতুন জানান, রাতে তার মেয়েকে কোচিং থেকে বাসায় ফেরার পর স্থানীয় লোকদের চিৎকার শুনে তিনি তার বাসার ৫ম তলায় কালো ধুয়া দেখতে পান। দরজা খুলে আগুন দেখে তিনি ফায়ার সার্ভিসে খবর দেন। ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
জামালপুর ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত সিনিয়র স্টেশন অফিসার মো. নূর উদ্দিন জানান, ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ আনে। বৈদ্যুতিক শটসার্কিট থেকে এই আগুন লাগতে পারে বলে ধারণা তাদের। আগুনে নকশি কাপড়সহ আনুমানিক ১৫ লাখ টাকার মালামাল ক্ষতি হতে পারে বলে ধারণা করছেন তিনি।
আকাশ নিউজ ডেস্ক 
























