অাকাশ জাতীয় ডেস্ক:
টাঙ্গাইলের মির্জাপুরে কবর থেকে কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। রবিবার রাতে উপজেলার জামুর্কী ইউনিয়নের বানিয়ারা কবরস্থানে এ কঙ্কাল চুরির ঘটনা ঘটে। এলাকাবাসী জানান, দুর্বৃত্তরা গভীর রাতে কবর স্থানের নয়টি কবর খোঁড়ে। এর মধ্যে পাঁচটি কবর থেকে দুর্বৃত্তরা কঙ্কাল চুরি করে নিয়ে যায়।
সোমবার সকালে বানিয়ারা গ্রামের গফুর মিয়া ওরফে গোপাল কবর স্থানের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় কয়েকটি কবর খোঁড়া অবস্থায় দেখতে পান। পরে গ্রামবাসীকে জানালে গ্রামের লোকজন সেখানে গিয়ে কঙ্গাল চুরি দেখতে পান।
বানিয়ারা গ্রামের বাসিন্দা মন্টু মিয়া বলেন দুর্বৃত্তরা নয়টি কবর খুঁড়লেও পাঁচটি কবর থেকে কঙ্কাল চুরি করে নিয়েছে। এদিকে গভীর রাতে কবর থেকে কঙ্কাল চুরির ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে বলে জানা গেছে।
এ ব্যাপারে মির্জাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুল হক বলেন, কবর থেকে কঙ্কাল চুরির খবর পেয়েছি। বিষয়টি তদন্ত করে দেখার জন্য একজন অফিসার পাঠানো হয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 
























