অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
নতুন ভ্যাট প্রথা কার্যকর করার পর দ্রব্যমূল্যের সম্ভাব্য ঊর্ধ্বগতিতে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি মোকাবেলায় নাগরিকদের মূল্যস্ফীতি ভাতা প্রদানের নির্দেশ দিয়েছেন সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ। শনিবার স্থানীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে এ কথা বলা হয়। খবর সিনহুয়ার।
সরকারি সেক্টরে কর্মরতদের জন্য ১ জানুয়ারি থেকে বার্ষিক অনুদান প্রদানেরও নির্দেশনা দেন বাদশা। সৌদি আরবে প্রদত্ত ভাতার মধ্যে রয়েছে- এক বছরের জন্য বেসামরিক ও সামরিক কর্মচারীদের জন্য ২৬৭ মার্কিন ডলার মাসিক ভাতা এবং দেশটির দক্ষিণ সীমান্তে সামরিক অভিযানে সম্মুখ সারিতে অংশগ্রহণকারী সামরিক বাহিনীর সদস্যদের জন্য এক হাজার ৩৩৩ মার্কিন ডলার পুরস্কার।
সুবিধাভোগীদের জন্য এক বছরের জন্য সামাজিক সাধারণ বীমা প্রতিষ্ঠান প্রদত্ত পেনশনের অতিরিক্ত আরো ১৩৩ মার্কিন ডলার প্রদান করা হবে। ওই নির্দেশে নাগরিকদের বেসরকারি স্বাস্থ্যসেবা ও শিক্ষা খাতের ভ্যাট রাষ্ট্রের বহন করার কথাও বলা হয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 

























