অাকাশ জাতীয় ডেস্ক:
রাঙ্গুনীয়া থেকে নৌকা প্রতিক নিয়ে ১৯৯১ সালে ৭৫ এ জনক হত্যার পর প্রথম নৌকার বিজয় এনে দিয়েছিলেন মোহাম্মদ ইউসুফ। নৌকার ছায়াতলে থেকে নির্বাচিত হয়ে অনেকেই চরম দুঃসময়ে জোট সরকারের হালুয়া রুটি খেতে আওয়ামী লীগকে ছেড়ে চলে গেলে ও নির্লোভ এই মানুষটি আওয়ামী লীগের বিশ্বাসের অমর্যদা করেননি। কখনো নৌকার অমর্যদা করেননি।
দূর্নীত, স্বজন প্রীতি,অহংকার যাকে স্পর্শ করতে পারেননি, তিনি রাঙ্গুনিয়া উপজেলার মরিয়ম নগরে নিন্ম মধ্যবিত্ত পরিবারে জন্ম গ্রহন করা এই বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউসুফ। তিনি আজ দীর্ঘদিন ধরে চলাফেরায় অক্ষম ও বিভিন্ন জঠিল রোগে আক্রান্ত হয়ে ধুকে ধুকে মৃত্যুর সাথে পান্জা লড়ছে।
সাবেক এই এম.পি কে যখন মানুষ দেখে,তখন সবাই আপসোস করে বাংলাদেশের সর্বোচ্চ নীতি নির্ধারিত ভবন, জাতিয় সংসদে প্রতিনিধিত্ব করা এই মানুষটির যদি এই পরিনতি হয় তাইলে সাধারন নেতা কর্মীর অবস্থা কি হতে পারে?
অর্থ ও চিকিৎসার অভাবে ক্রমাগত মৃত্যুর দিকে এগুচ্ছে এক সময়ের সাহসী এই মানুষটি।
আকাশ নিউজ ডেস্ক 
























