অাকাশ জাতীয় ডেস্ক:
পিরোজপুরের নাজিরপুরে আগুনে ১৬টি দোকান পুড়ে গেছে। বৃহস্পতিবার রাত সাড়ে তিনটার দিকে উপজেলার খেজুরতলা বাজারে এ দুর্ঘটনা ঘটে। এতে প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ব্যবসায়ীরা।
ফায়ার সার্ভিস জানায়, রাত সাড়ে তিনটার দিকে বাজারের আবুল মিয়ার লন্ড্রি থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে। এতে ১৬টি দোকান আগুনে পুড়ে যায়। খবর পেয়ে পিরোজপুর ও নাজিরপুর ফায়ার সার্ভিসের সদস্যরা আড়াই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 
























