অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
ছয় বছর বয়সী এক আফগান শিশুকে ধর্ষণের দায়ে বৃহস্পতিবার এক ব্যক্তিকে ফাঁসিতে ঝুলিয়ে তার মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। তেহরানের দক্ষিণে অবস্থিত ভারামিন শহর থেকে ২০১৬ সালের এপ্রিল মাসে আমির হোসেন পুরজাফর নামের ওই পাষণ্ড সেতায়েশ গোরেশি নামের ওই মেয়েটিকে অপহরণ করে।
পরে আমির শিশুটিকে ধর্ষণ ও হত্যা করে। ওই সময় আমিরের বয়স ছিল ১৭ বছর। তেহরান প্রদেশের বিচার বিভাগের প্রধান গোলামহোসেন ইসমাইলি বলেন, ‘নির্যাতিতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে আজ সকালে শাস্তি কার্যকর করা হয়েছে।’ এএফপি।
আকাশ নিউজ ডেস্ক 

























