অাকাশ জাতীয় ডেস্ক:
বগুড়ার কাহালু উপজেলায় দুই ট্রাকের সংঘর্ষে বগুড়াগামী একটি ট্রাকের চালক নিহত হয়েছেন। এ ঘটনায় অপর ট্রাকের চালক আহত হয়েছেন।
বুধবার সকালে উপজেলার বগুড়া-নওগাঁ সড়কের বীরকেদার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে নিহত চালকের নাম-পরিচায় জানা যায়নি। আহত চালক মাগুরা গোপালপুরের মৃত সিরাজ মন্ডলের ছেলে আতর আলী (৪০)। স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করে।
বগুড়া শহরের ছিলিমপুর টাউন ফাঁড়ি পুলিশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (টিএসআই) আশুতোষ বিষয়টি নিশ্চিত করে বলেন, নওগাঁগামী একটি মালবাহী ট্রাক ওই স্থানে পৌঁছালে বিপরীতমুখি অপর একটি মালাবাহী ট্রাকের সংঘর্ষ ঘটে। এতে বগুড়াগামী ট্রাক চালক ঘটনাস্থলেই নিহত হন।
আকাশ নিউজ ডেস্ক 
























