অাকাশ জাতীয় ডেস্ক:
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ইউনিয়নে শাহানা আক্তার নামে এক গৃহবধূকে গলাটিপে হত্যা করা হয়েছে। ঘটনার পর থেকে নিহতের স্বামী গোলাম ছারোয়ার পলাতক রয়েছে। বুধবার ভোর পাঁচটার দিকে মুছাপুর ৫নং ওয়ার্ড ছোটদলি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শাহানা আক্তার কোম্পানীগঞ্জ উপজেলার চরফকিরা ইউনিয়নের ১নং ওয়ার্ডের রুহুল আমিনের মেয়ে এবং ছোটদলি এলাকার গোলাম ছারোয়ারের স্ত্রী।
নিহতের ছেলে মো. সাইমুন জানান, ভোরে তার ‘মা’ শাহানা আক্তার ফজরের নামাজ শেষ করে মোনাজাত করার জন্য জায়নামাজে বসেছিলেন। এ সময় হঠাৎ তার বাবা গোলাম ছারোয়ার পেছন থেকে শাহানা’কে গলাটিপে ধরলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
সাইমুন অভিযোগ করে বলেন, পারিবারিক বিভিন্ন বিষয় ও যৌতুকের টাকার জন্য তার মা’কে প্রায় সময় মারধর করত তার বাবা ছারোয়ার।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে সকাল সাড়ে ১০টার দিকে নিহতের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। গৃহবধূকে গলাটিপে হত্যা করা হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
আকাশ নিউজ ডেস্ক 
























