অাকাশ জাতীয় ডেস্ক:
জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষায় অকৃতকার্য হওয়ার কারণে ফরিদগঞ্জে সুমাইয়া আক্তার নামে আরো এক জেএসসি শিক্ষার্থী আত্মহত্যা করেছে। সোমবার সন্ধ্যায় উপজেলার শাশিয়ালী গ্রামে এ ঘটনা ঘটে। সে ওই গ্রামের দিনমজুর হারুনুর রশিদের দুই মেয়ের মধ্যে কনিষ্ঠ।
নিহত সুমাইয়া পাইকপাড়া ইউজিপি উচ্চ বিদ্যালয় থেকে জেএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে ইংরেজিতে অকৃতকার্য হয়েছে বলে জানিয়েছেন স্বজনরা। স্থানীয় লোকজন জানায়, বিকালে খাবার পরপরই সে ঘরের মধ্যে গলায় ফাঁস দেয়। পরিবারের সদস্যরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আব্দুল মান্নান জানান, নিহত সুমাইয়া জেএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়নি। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহাঙ্গীর আলম শিপন জানান, এটি অপমৃত্যু। ময়নাতদন্ত ছাড়া নিহত শিক্ষার্থীর মৃত্যুর কারণ সুনিশ্চিত করা যাচ্ছে না। পুলিশ এ বিষয়ে ব্যবস্থা নেবে।
অপরদিকে জেএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়নি এমন খবর শুনে একই বিদ্যালয়ের শিক্ষার্থী ফেরদৌসি আক্তার গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করলেও বস্তুত সে পাস করেছে। তার নামের সাথে মিল থাকা আরেক ছাত্রী অকৃতকার্য হয়েছিল। এ বিষয়ে বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আব্দুল মান্নান জানান, এক বিষয় পরীক্ষা দেয়া ওই ছাত্রীকে কে বা কারা বলেছে- এবারো সে উত্তীর্ণ হয়নি। একথা শুনে সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
কিন্তু ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, ফেরদৌসি আক্তার উত্তীর্ণ হয়েছে। তার রোল (৫৯৮৪৭৩) বরং একই নামের অন্য শিক্ষার্থী উত্তীর্ণ হয়নি।
আকাশ নিউজ ডেস্ক 
























