অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
মার্কিন নৌ-বহরে যুক্ত হয়েছে ১ লাখ টন ওজনের সবচেয়ে বড় যুদ্ধ জাহাজ। আধিপত্য ও সামরিক শক্তি বৃদ্ধির লড়াইয়ে এ যাবতকালের সবচেয়ে বড় ঘোষণাটি দিল যুক্তরাষ্ট্র। আর ১৩ বিলিয়ন মার্কিন ডলারে নির্মিত এ যুদ্ধ জাহাজ নির্মাণ করে দারুণ আপ্লুত দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জাহাজটির নাম, ইউএসএস জেরাল্ড আর ফোর্ড, পুনরায় কোনোরকম জ্বালানি গ্রহণ ছাড়াই পরমাণু শক্তিচালিত রণতরীটি ২০ বছর অভিযান চালাতে সক্ষম।
ডোনাল্ড ট্রাম্প বলেন, যখন জাহাজটি জল কেটে দিগন্তরেখায় আবির্ভূত হবে তখন যুক্তরাষ্ট্রের মিত্ররা স্বস্তির নিঃশাস ফেলবে আর আমাদের শত্রুরা ভয়ে কম্পমান হবে। কেননা সবাই জানবে যুক্তরাষ্ট্র এগিয়ে আসছে এবং প্রচণ্ড শক্তি নিয়েই আসছে।
যুক্তরাষ্ট্র এমন এক সময়ে জেরাল্ড ফোর্ড নামের এই সুবিশাল রণতরীকে তার নৌবহরে অন্তর্ভূক্ত করলো যখন বৈরী দেশ উত্তর কোরিয়া দিনকয়েক আগে ইতিহাসে প্রথমবারের মতো আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল। ধারণা করা হচ্ছে, ক্ষেপণাস্ত্রটি যুক্তরাষ্ট্রের আলাস্কায় আঘাত হানতে স্বক্ষম। পাল্টা জবাব হিসেবে যুক্তরাষ্ট্র হাওয়াইয়ে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা মহড়া চালানোর প্রস্তুতি নিচ্ছে ।