অাকাশ জাতীয় ডেস্ক:
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ট্রাকের ধাক্কায় হালিমা খাতুন নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। শুক্রবার বিকাল ৫টার দিকে উপজেলার বেলহারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত হালিমা খাতুন বালিয়াডাঙ্গী উপজেলার বড়বাড়ী ইউনিয়নের বেলবাড়ী গ্রামের লতিফর রহমানের স্ত্রী ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, আলু নিয়ে ঢাকায় যাওয়ার জন্য একটি ট্রাক বালিয়াডাঙ্গী থেকে হরিণমারী বাজারের দিকে যাচ্ছিল। পথে বেলহারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা বৃদ্ধা হালিমাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
স্থানীয়রা চালকসহ ট্রাকটিকে আটক করে রাখে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটক চালক তাদের জিম্মায় নেয়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজার রহমান বলেন, উত্তেজিত জনতার হাত থেকে চালককে পুলিশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
আকাশ নিউজ ডেস্ক 
























