অাকাশ জাতীয় ডেস্ক:
টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় বাসের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে দুই নারী নিহত হয়েছে। আহত হয়েছেন তিনজন। শুক্রবার বিকালে টাঙ্গাইল-ভূঞাপুর আঞ্চলিক সড়কের যদুরপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, বিকালে সিএনজিচালিত অটোরিকশাটি ভূঞাপুর যাচ্ছিল। যদুরপাড়া এলাকায় আসার পর বিপরীত দিক থেকে আসা টাঙ্গাইলগামী একটি বাসের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী দুই নারী নিহত হন। আহত হন তিনজন।
নিহতরা হলেন টাঙ্গাইল সদর উপজেলার দাইন্যা ইউনিয়নের বড় বিন্যাফৈর এলাকার সোহেল রানার ন্ত্রী রনি বেগম এবং একই এলাকার তোরাপ আলীর স্ত্রী তারাবানু। আহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশারফ হোসেন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আকাশ নিউজ ডেস্ক 
























