অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
রোববার আবারো পর্তুগালের মধ্যাঞ্চলে দাবানল ছড়িয়ে পড়েছে। সেখানে আগুন নিয়ন্ত্রণ করার জন্য দমকল বাহিনীর দুই হাজারেরও বেশী কর্মী চেষ্টা চালিয়ে যাচ্ছে। দেশটিতে গত মাসেও ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়ে। খবর এএফপি’র। পর্তুগিজ টেলিভিশনের খবরে জানানো হয়, সের্তার কাছে সবচেয়ে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে।
বেসামরিক সুরক্ষা বিভাগের মুখপাত্র প্যাট্রিসিয়া গাসপার জনগণকে শান্ত থাকার আহবান জানিয়ে বলেন, সেখানে বাতাসের কারণে দাবানল নিয়ন্ত্রণের কাজ বাধাগ্রস্ত হচ্ছে। ফলে আশংকা করা হচ্ছে দাবানল আরো ছড়িয়ে পড়তে পারে।
সের্তা পৌরসভা এলাকার দাবানল নিয়ন্ত্রণে সেখানে ৮শ’র বেশী দমকল কর্মী পাঠানো হয়েছে।
দেশটির মধ্য দাবানলের কারণে পশ্চিমাঞ্চলের দু’টি গ্রাম সাময়িকভাবে চরম হুমকির মুখে পড়েছে।
আকাশ নিউজ ডেস্ক 
























