অাকাশ জাতীয় ডেস্ক:
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় ইটভাটার বালু বোঝাই ট্রাক্টরের চাপায় আবুল হোসেন নামে এক পথচারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে কাটাখালি বাজারে এ দুর্ঘটনা ঘটনা ঘটে। নিহত আবুল হোসেন (৬০) উপজেলার পীরপুরকুল্লা গ্রামে মৃত সোবান চৌকিদারের ছেলে।
প্রত্যেক্ষদর্শীরা জানান, বালু বোঝায় ইটভাটার শ্যালো-ইঞ্জিনচালিত ট্রাক্টর গাড়ি হঠাৎ করে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা পথচারী আবুল হোসেনকে এসে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত ট্রাক্টর ড্রাইভারকে আটক করতে পুলিশ অভিযান চালাচ্ছে।
আকাশ নিউজ ডেস্ক 
























