অাকাশ জাতীয় ডেস্ক:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দেবরের কুড়ালের কোপে খুন হয়েছেন ছালেকা বেগম (৫০) নামে এক গৃহবধূ। এ ঘটনায় দেবর নুর মিয়াকে আটক করেছে পুলিশ
বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে ভুনবি ইউনিয়নের আলিশারকুল গ্রামে এ ঘটনা ঘটে। ছালেকা বেগম আলিশারকুল গ্রামের মিম্বর মিয়ার স্ত্রী।
স্থানীয়রা জানান, সকালে ভাবী ছালেকা বেগমের সাথে দেবর নুর মিয়ার কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে ভাবীর মাথায় কুড়াল দিয়ে আঘাত করেন নুর মিয়া। এতে ঘটনাস্থলেই ছালেকার মৃত্যু হয়।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দেবর নুর মিয়াকে আটক করা হয়। তিনি আরো জানান, তিনি মানসিক ভারসাম্যহীন। ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে মরদেহ পাঠানো হয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 
























