অাকাশ জাতীয় ডেস্ক:
যশোরে মোটরসাইকেল ও মাইক্রবাসের সংঘর্ষে দুই কলেজছাত্র নিহত হয়েছেন। বুধবার বিকালে যশোরের বাঘারপাড়া উপজেলার চারাভিটায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাজিবুল ইসলাম (১৯) ও পল্লব (১৮) নড়াইল ভিক্টোরিয়া কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র। নিহত রাজিবুল নড়াইল শহরের দক্ষিণ নড়াইলের ৭নং ওয়ার্ডের তৌহিদুর রহমানের ছেলে এবং পল্লব একই এলাকার হারুন গাজীর ছেলে।
পল্লবের মামা এনামুল জানান, বিকালে তারা মোটরসাইকেলযোগে যশোর আসার পথে যশোর-নড়াইল সড়কের চারাভিটায় মোটরসাইকেলের সাঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে তারা গুরুতর আহত হয়।
এসময় স্থানীয়রা তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে আনলে জরুরি বিভাগের চিকিৎসক হাবিবুর রহমান ভুঁইয়া তাদের মৃত ঘোষণা করে বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই তাদের মৃত্যু হয়েছে।
যশোর কোতয়ালি থানার এসআই জাহিদুর রহমান জানান, এ ঘটনায় থানায় একটি জিডি হয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 






















