অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
পরমাণু সরবরাহ গ্রুপের (এনএসজি) সদস্য হওয়ার জন্য পাকিস্তান যে প্রচেষ্টা চালাচ্ছে তাতে পূর্ণ সমর্থন দিয়েছে রাশিয়া। এনএসজি হচ্ছে পরমাণু পণ্য বিষয়ক বাণিজ্য পরিচালনাকারী দেশগুলোর বিশেষ ক্লাব।
এ ক্লাবের সদস্য হওয়ার জন্য পাকিস্তান যে প্রচেষ্টা চালাচ্ছে তার প্রতি সম্প্রতি একজন রুশ কূটনীতিক সমর্থন দিয়েছেন। গত শুক্রবার এক সম্মেলনে সাংবাদিকদের রুশ ওই কূটনীতিক বলেছেন, ইসলামাবাদের প্রার্থীতার বিরুদ্ধে আর নেই মস্কো এবং বিষয়টিতে বাধা দেয়ারও কোনো ইচ্ছা নেই তাদের।
‘ডিসআর্মামেন্ট, নন-প্রলিফারেশন অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাবিলিটি’ শীর্ষক এক সেমিনারে রুশ দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি পাভেল দিদকোভস্কি এ সমর্থনের ঘোষণা দিয়ে জানান, বিষয়টি নিয়ে রাশিয়া ও চীন একসঙ্গে একটি ফর্মূলা তৈরির কাজ করছে যা সবার কাছে গ্রহণযোগ্য হবে। আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় পাকিস্তানের নেয়া পদক্ষেপের ভূয়সী প্রশংসা করেন রুশ এ কূটনীতিক।
সম্মেলনে পাকিস্তানের কর্মকর্তারা বলেন, ভারতের নানা তৎপরতার কারণে আঞ্চলিক স্থিতিশীলতা এখন ঝুঁকির মুখে পড়েছে এবং এ ক্লাবে যোগ দেয়া এখন পাকিস্তানের জন্য অত্যন্ত জরুরি হয়ে পড়েছে।
আকাশ নিউজ ডেস্ক 

























