অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
প্রথম ভারতের বাঙালি রাষ্ট্রপতি প্রণব মুখার্জি আগামীকাল সোমবার তার পাঁচ বছরের মেয়াদ শেষ করছেন। তাকে বিদায় জানাতে তিনদিনের জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মঙ্গলবার ভারতের রাষ্ট্রপতি পদ থেকে আনুষ্ঠানিক বিদায় নেবেন প্রণব মুখার্জি। এদিন একই মঞ্চে পাশাপাশি বসবেন প্রণব ও কোবিন্দ। পার্লামেন্টের সেন্ট্রাল হলের এ অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেবেন নতুন রাষ্ট্রপতি। এদিনই প্রণব দিল্লির রাষ্ট্রপতি ভবন রাইসিনা হিল থেকে বিদায় নিয়ে তার নতুন নিবাস দিল্লির ১০ রাজাজি মার্গ ভবনে উঠবেন।
গতকাল শনিবার রাতে প্রণবের সম্মানে এক নৈশভোজের আয়োজন করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রোববার পার্লামেন্টের নিন্মকক্ষ লোকসভার স্পিকার সুমিত্রা মহাজনের আমন্ত্রণে প্রণবের একটি স্মারক উম্মোচন করা হবে। এরপর আগামীকাল রাষ্ট্রপতি ভবনের বাংকোয়েট হলে মন্ত্রিসভার সব সদস্যদের সম্মানে এক ভোজ-উৎসবের আয়োজন করা হয়েছে।
শনিবার হায়দ্রাবাদ হাউসে এক নৈশভোজের আয়োজন করেন মোদি। সেখানে প্রণব, নবনির্বাচিত রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দসহ মন্ত্রিসভার সব সদস্যকে আমন্ত্রণ জানানো হয়। বিদায়ী রাষ্ট্রপতির সম্মানে সেখানে তার পছন্দমতো বিশেষ খাবারের ব্যবস্থা ছিল।
রোববার সংসদ ভবনের সেন্ট্রাল হলে প্রণবের সম্মানে একটি বিদায় অনুষ্ঠানের আয়োজন করছেন স্পিকার সুমিত্রা। ওই অনুষ্ঠানে মোদিসহ পার্লামেন্টের সব সদস্য উপস্থিত থাকবেন। উপস্থিত থাকবেন কোবিন্দও। এছাড়া প্রণবকে দেওয়া হবে নানা স্মারক ও স্মৃতিচিহ্ন। এছাড়া ভারতের বিভিন্ন রাজ্য থেকেও তার জন্য উপহার পাঠানো হয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 
























