ঢাকা ০৯:১৮ পূর্বাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আপিল শুনানিতে কোনো ধরনের পক্ষপাত করিনি : সিইসি নির্বাচনে অংশ নেবে কিনা ভাববে এনসিপি : আসিফ মাহমুদ প্রশাসন ধীরে ধীরে একটি রাজনৈতিক দলের দিকে ঝুঁকে পড়ছে : আব্দুল্লাহ মো. তাহের একটি রাজনৈতিক দল বিভিন্ন এলাকা থেকে ভোটারদের ঢাকায় স্থানান্তর করে আনছে: ফখরুলের অভিযোগ নরসিংদীতে দুই ব্যবসায়ীর ঝগড়ায় একজনের মৃত্যু, অভিযুক্তর বাড়িতে ভাঙচুর-আগুন ৭ কলেজ নিয়ে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ অধ্যাদেশ চূড়ান্ত আমি এসেছি শুধু শুনতে, শিখতে এবং একসঙ্গে কাজ করার মনোভাব নিয়ে এগিয়ে যেতে: জাইমা রহমান চাকরির ক্ষেত্রে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়েছে কিনা তা দেখা উচিত : আমীর খসরু ওসমানী হাসপাতাল ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার যুক্তরাষ্ট্রেকেও খেসারত দিতে হবে, ফরাসি কৃষিমন্ত্রীর হুঁশিয়ারি

হাথুরুসিংহের কোচের দায়িত্ব ছাড়ার ‘রহস্য’ ফাঁস!

আকাশ স্পোর্টস ডেস্ক:

দক্ষিণ আফ্রিকা সফরে ভরাডুবির পর কোনো কারণ না দেখিয়েই বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান কোচের পদ ছাড়েন চন্ডিকা হাথুরুসিংহে। এরইমধ্যে শ্রীলঙ্কার প্রধান কোচের দায়িত্বও নিয়েছেন। বিসিবির সাথে বিদায়ী সাক্ষাৎকার করতে শনিবার ঢাকায় আসেন তিনি।

হাথুরুসিংহে কেন দায়িত্ব ছেড়েছেন সে বিষয়ে ধোঁয়াশায় ছিল বিসিবি। এ নিয়ে স্পষ্ট করে কিছু তারা জানাতে পারেনি আগে। শনিবার বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, দক্ষিণ আফ্রিকা সফরটা নিয়ে প্রথম থেকেই হাথুরুসিংহের একটা অসন্তুষ্টি ছিল। এখানে খেলোয়াড়দের মানসিকতা নিয়েও তার সমস্যা ছিল। উদাহরণ হিসেবে, সাকিব টেস্ট খেলতে যাবে না এটাও সে মেনে নিতে পারেনি। তার কথা, সাকিব কেন খেলবে না? এমন গুরুত্বপূর্ণ একটা সফরে এমন গুরুত্বপূর্ণ খেলোয়াড় কেন দেশের হয়ে খেলবে না!

বিসিবি প্রধান আরও জানান, দক্ষিণ আফ্রিকায় আরো কিছু ঘটনা ঘটেছিল। পাশাপাশি সফরে আমাদের পুরো খেলা, পারফরম্যান্স, মানসিকতা নিয়ে হাথুরুসিংহে অত্যন্ত হতাশ। সে কখনো চিন্তাই করতে পারে না বাংলাদেশ এ ধরনের একটা খেলা খেলতে পারে।

তার ভাবনাতেই ছিল না।

অনুরোধ করে ফেরানো যেত না- এমন প্রশ্নের উত্তরে পাপন বলেন, সিদ্ধান্ত যেহেতু ও নিয়ে ফেলেছে তার মানে এই দলের প্রতি তার আগের মতো কোনো ফিলিংস নাই। যার ফিলিংস নেই তাকে আমরা সাধতে যাব কেন?

উল্লেখ্য, ২০১৪ সাল দু’বছর মেয়াদে বাংলাদেশের প্রধান কোচের দায়িত্ব নেওয়ার পর ২০১৬ সালে আবারও তার মেয়াদ বাড়িয়ে ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত টাইগারদের কোচের দায়িত্ব দেওয়া হয় তার কাঁধে। তবে নির্দিষ্ট সময়ের আগেই নিজের পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি নেন তিনি। এরপর গত ৮ ডিসেম্বর নিজ দেশ শ্রীলঙ্কার প্রধান কোচের দায়িত্ব নেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাথুরুসিংহের কোচের দায়িত্ব ছাড়ার ‘রহস্য’ ফাঁস!

আপডেট সময় ১১:৫২:০২ পূর্বাহ্ন, রবিবার, ১০ ডিসেম্বর ২০১৭

আকাশ স্পোর্টস ডেস্ক:

দক্ষিণ আফ্রিকা সফরে ভরাডুবির পর কোনো কারণ না দেখিয়েই বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান কোচের পদ ছাড়েন চন্ডিকা হাথুরুসিংহে। এরইমধ্যে শ্রীলঙ্কার প্রধান কোচের দায়িত্বও নিয়েছেন। বিসিবির সাথে বিদায়ী সাক্ষাৎকার করতে শনিবার ঢাকায় আসেন তিনি।

হাথুরুসিংহে কেন দায়িত্ব ছেড়েছেন সে বিষয়ে ধোঁয়াশায় ছিল বিসিবি। এ নিয়ে স্পষ্ট করে কিছু তারা জানাতে পারেনি আগে। শনিবার বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, দক্ষিণ আফ্রিকা সফরটা নিয়ে প্রথম থেকেই হাথুরুসিংহের একটা অসন্তুষ্টি ছিল। এখানে খেলোয়াড়দের মানসিকতা নিয়েও তার সমস্যা ছিল। উদাহরণ হিসেবে, সাকিব টেস্ট খেলতে যাবে না এটাও সে মেনে নিতে পারেনি। তার কথা, সাকিব কেন খেলবে না? এমন গুরুত্বপূর্ণ একটা সফরে এমন গুরুত্বপূর্ণ খেলোয়াড় কেন দেশের হয়ে খেলবে না!

বিসিবি প্রধান আরও জানান, দক্ষিণ আফ্রিকায় আরো কিছু ঘটনা ঘটেছিল। পাশাপাশি সফরে আমাদের পুরো খেলা, পারফরম্যান্স, মানসিকতা নিয়ে হাথুরুসিংহে অত্যন্ত হতাশ। সে কখনো চিন্তাই করতে পারে না বাংলাদেশ এ ধরনের একটা খেলা খেলতে পারে।

তার ভাবনাতেই ছিল না।

অনুরোধ করে ফেরানো যেত না- এমন প্রশ্নের উত্তরে পাপন বলেন, সিদ্ধান্ত যেহেতু ও নিয়ে ফেলেছে তার মানে এই দলের প্রতি তার আগের মতো কোনো ফিলিংস নাই। যার ফিলিংস নেই তাকে আমরা সাধতে যাব কেন?

উল্লেখ্য, ২০১৪ সাল দু’বছর মেয়াদে বাংলাদেশের প্রধান কোচের দায়িত্ব নেওয়ার পর ২০১৬ সালে আবারও তার মেয়াদ বাড়িয়ে ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত টাইগারদের কোচের দায়িত্ব দেওয়া হয় তার কাঁধে। তবে নির্দিষ্ট সময়ের আগেই নিজের পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি নেন তিনি। এরপর গত ৮ ডিসেম্বর নিজ দেশ শ্রীলঙ্কার প্রধান কোচের দায়িত্ব নেন।